তন্দুরি চিকেন

Copy Icon
Twitter Icon
তন্দুরি চিকেন

Description

Cooking Time

Preparation Time :8 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 8 Hr 30 Min

Ingredients

Serves : 2
  • 4 পিস চিকেন লেগপিস


  • 2 টেবিল চামচ আদা বাটা


  • 1 টেবিল চামচ রসুন বাটা


  • 1/4 কাপ টক দই


  • 2 টেবিল চামচ পাতিলেবুর রস


  • 1 চামচ লঙ্কা গুঁড়ো


  • 1/2 চামচ হলুদ গুঁড়ো


  • 2 টেবিল চামচ তন্দুরি মসলা গুঁড়ো


  • 1টেবিল চামচ ধনে গুঁড়ো


  • 1 টেবিল চামচ নুন


  • 1 টেবিল চামচ সর্ষে তেল


  • 1 চিমটি লাল ফুড কালার

Directions

  • চিকেন পিস গুলো চুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে মসলা গুলো ভিতরে ঢুকে
  • একটা পাত্রে একে একে সব মসলা ভালো ভাবে মিসিয়ে নিয়েছি
  • এবার লেগ পিস গুলো ওই মাসলাতে দিয়ে ম্যারিনেট করে রেখেছি 8 ঘন্টা ( আমি ওভার নাইট করেছি)
  • এবার ওভেনে ননস্টিক প্লেটে মসলা সহ লেগ পিস গুলো দিয়ে 200℃ তে রেখে 30 মিনিটের জন্য গ্রিল করে নিয়েছি
  • ওভেনে দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি চিকেন পিস গুলো তে( বাটার ও ব্রাশ করা যায়)
  • 15 মিনিট পর চিকেন পিস গুলো উল্টে অন্য সাইডে তেল ব্রাশ করে আরও 15 মিনিট গ্রিল করে নিলেই তৈরি